নভেম্বর ৬: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অনুরূপ সংস্থাগুলোর পূর্ণাঙ্গ অধিবেশন আজ (বুধবার) চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ও সচিব এবং চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের চেয়ারম্যান ওয়াং তুং ফেং অধিবেশনে অংশগ্রহণ করেন।
অধিবেশনে ওয়াং তুং ফেং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ার ধারণা নতুন পৃথিবী গড়ে তোলার উপায় বাতলে দিয়েছে। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বিশ্বের বহু দেশকে আকৃষ্ট করেছে। পাশাপাশি, চীনের বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব এবং বৈশ্বিক সভ্যতা প্রস্তাব আন্তর্জাতিক সমাজে উষ্ণ প্রতিক্রিয়া পেয়েছে।
তিনি আরও বলেন, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আরও সক্রিয়ভাবে কাজ করে যাবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)