নভেম্বর ৬: ২০২৪ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি’র) ডিজিটাল পরিষেবা ও বাজার উন্নয়ন কমিটির সম্মেলন গতকাল (মঙ্গলবার) সরাসরি ও অনলাইনে অনুষ্ঠিত হয়। আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখ তাঁর ভাষণে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র সৃজনশীল প্রযুক্তি উন্নয়নের উচ্চ মূল্যায়ন করেন এবং সিএমজি’র প্যারিস অলিম্পিক গেমসের প্রচার কাজের সাফল্যের প্রশংসা করেন। তিনি দু’পক্ষের বাস্তব সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা করেন।
তিনি বলেন, সংখ্যা বা মান থেকে বোঝা যায়, সিএমজি’র প্যারিস অলিম্পিকসের প্রচার ও রিপোর্ট চমত্কার। তিনি সিএমজি’র পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সিএমজি প্রযুক্তি খাতের বেশ কিছু অগ্রগতি ও উদ্ভাবন দেখিয়েছে। সংশ্লিষ্ট রিপোর্ট প্রায় ৭৭ বিলিয়ন বার প্রচারের রেকর্ড সৃষ্টি করেছে।
একই সময় আইওসি’র ডিজিটাল পরিষেবা ও বাজার উন্নয়ন বিভাগের পরিচালক লিয়েন্দ্রো লাররোসা দীর্ঘদিন ধরে অলিম্পিক গেমসে সিএমজি’র বিরাট সমর্থনের জন্য ধন্যবাদ জানান। আগামী বছর প্রথম ই-গেমস সৌদি আরবে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইভেন্টের চিত্তাকর্ষক প্রদর্শন সিএমজি’র ডিজিটাইজেশন, ই-স্পোর্টস ও এআই উন্নয়নের সমৃদ্ধ অভিজ্ঞতা দরকার। তিনি আগের মতো দু’পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন। (প্রেমা/তৌহিদ/ছাই)