নভেম্বর ৬: চীনের শাংহাইয়ে গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘সপ্তম চীন আন্তর্জাতিক আমদানিমেলা’ বা সিআইআইই। এ মেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সপ্তম হোং ছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামও একই দিন অনুষ্ঠিত হয়। এ ফোরাম ‘উচ্চ স্তরের উন্মুক্তকরণ এবং যৌথভাবে সহনশীল ও অভিন্ন উপকৃত অর্থনৈতিক বিশ্বায়ন প্রচারের’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। তাতে ১৯টি সাব ফোরাম আয়োজন করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সপ্তম হোং ছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ‘ডব্লিউটিও এবং চীনের ত্রিশ বছর: ইতিহাস ও সংস্কার’ প্রতিপাদ্যের আলোকে একটি সাব-ফোরাম অনুষ্ঠিত হয়। এ ফোরামে বিশ্ব বাণিজ্য সংস্থার ৩০ বছরে উন্নয়নের অভিজ্ঞতা পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারী সব পক্ষ ডব্লিউটিওতে যোগদানের পর থেকে বিশ্ব অর্থনীতি উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে। পাশাপাশি ডব্লিউটিও’র সংস্কারের মূল ক্ষেত্রগুলো এবং প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণে চীনের অবিচল সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে।
এদিন অনুষ্ঠিত ‘নতুন শিল্পায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা’ শীর্ষক সাব-ফোরামে দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা যৌথভাবে নতুন শিল্পায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গবেষণা, বিকাশ ও প্রয়োগকে ঘিরে এআই-এর ভবিষ্যত বিকাশ নিয়ে পরামর্শ দিয়েছেন।
(রুবি/তৌহিদ/লাবণ্য)