নভেম্বর ৬: চীন সফররত হাঙ্গেরির সংসদের চেয়ারম্যান গারভির লাসজলো, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চেয়ারম্যান ওয়াং হু নিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং হু নিং বলেন, দু’দেশের সম্পর্ক নতুন যুগে সার্বক্ষণিক ও সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়েছে। দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাও ফলপ্রসূ। চীন হাঙ্গেরির সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, ঐতিহ্যবাহী মৈত্রী বাড়াতে, এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। সিপিপিসিসি হাঙ্গেরির সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতেও আগ্রহী।
জবাবে গারভির বলেন, দু’দেশের অভিন্ন মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি রয়েছে। দু’দেশ পারস্পরিক শ্রদ্ধা ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার নীতি মেনে চলে। হাঙ্গেরি চীনের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে এবং আন্তর্জাতিক বহুপক্ষীয় সহযোগিতায় যোগাযোগ বাড়াতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)