‘এই পৃথিবী’
2024-11-06 15:58:28

বন্ধুরা, এমন অনেক গান আছে, যা প্রত্যেকের যৌবনের সময়ের প্রিয় গান। যা শুনলে মনে যৌবনের সুন্দর স্মৃতি ভেসে ওঠে। তা যেন যৌবনের প্রতীক, এমন সুর কখনই স্মৃতি থেকে চলে যাবে না। আজ এমন গান আপনাদের শোনাবো, আশা করি তা আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, এখন শুনুন ‘তুষার পড়া’ নামের গানটি। গানের কণ্ঠশিল্পী ছেন হুই সিয়ান। গানের কথায় বলা হয়, আবার তুষার পড়া দেখেছি। বিষাদময় স্মৃতিতে ভাসছে। তোমার আবার মিস করা শুরু হয়েছে। কিন্তু এটা আমার মনে কষ্ট দেয়। আমরা অনেক আগেই ব্রেক-আপ করেছি। কেন তুমি এখনো আমার স্মৃতিতে আছো? একা একা বছরের কথা মনে করিয়ে দেয়। এই জীবনে হয়তো বুঝবো না।  আবার তোমার কথা ভাবছি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ‘তাকে মিস করবে না’ গানটি। গানের কণ্ঠশিল্পী কাও চিন। গানের কথায় বলা হয়, তুমি কার প্রিয় এবং কার জন্য তুমি অশ্রুপাত করো? তুমি বলেছিলে তোমার আরামের দরকার নেই। তোমার সাথে কারো প্রয়োজন নেই। সে কার প্রিয় এবং কার জন্য সে কষ্ট অনুভব করে? একে অপরের কোন অনুশোচনা, ফলে ফুলের পুংকেশর বাতাসে পড়ার মতো।  শুধু এটা যেতে দিও, তাকে মিস করবে না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ‘পরে’ নামে গানটি। গানের কণ্ঠশিল্পী লিউ রো ইং। এই গানটি তাদের জন্যও গাওয়া হয় যারা তাদের ভালবাসার জন্য অনুশোচনা করে। একজন যখন প্রেমের মেজাজে ছিল তখন সবচেয়ে সুন্দরের সাথে দেখা হয়েছিল এই স্মৃতিটি গভীর, তবে শেষ পর্যন্ত এটি দুঃখজনক। সময় আপনাকে ভালবাসা বুঝতে এবং কিভাবে ভালবাসতে হয় তা শিখতে সাহায্য করতে পারে। সময়ও ভালো ওষুধ, সময় সব দুঃখ দূর করে দেয়। আজকাল, প্রেমিকরা যারা একে অপরের সাথে প্রেম করছেন, দয়া করে আপনার ভালবাসার যত্ন নিন এবং অতীতের স্মৃতির পরিবর্তে আপনার অনুভূতিগুলো চিরন্তন হয়ে উঠুক।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ‘এই পৃথিবী’ নামের গানটি। গানের কণ্ঠশিল্পী ওয়াং ফেই। গানের কথায় বলা হয়, ঝড়ের পরে সবসময় সুন্দর আকাশ নাও থাকতে পারে। আকাশ রৌদ্রোজ্জ্বল হলে রংধনু থাকবে। সব অনুভূতির শুরু ও শেষ থাকে না। একাকীত্ব অগত্যা ভয়ের দিকে নিয়ে যায় না। তবে প্রাথমিক যন্ত্রণা নিয়ে জীবন সবসময় অনিবার্য।  আমি আশা করি, আপনার চোখে শুধু হাসি দেখা যাবে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি সুন্দর গান, গানের নাম ‘যদিও তুমি শুনেছো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)