নভেম্বর ৬: জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির সভায়, গতকাল (বুধবার), ‘মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধে আরও ব্যবহারিক ব্যবস্থা’ এবং ‘প্রথমে মহাকাশে অস্ত্র মোতায়েন না-করা’ সম্পর্কিত চীন ও রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোর উত্থাপিত প্রস্তাব গৃহীত হয়।
এ সময় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে, মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধ করতে, এবং মহাকাশে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি আহ্বান জানায় চীন।
চীনের নিরস্ত্রীকরণ দূত শেন চিয়ান সভায় বলেন, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা চীনের উত্থাপিত, যা প্রকৃত বহুপাক্ষিকতার বহিঃপ্রকাশ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)