‘চীন একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূক বাজার’
2024-11-06 16:09:23

নভেম্বর ৬: চীন একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক অবাধ বাজার। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন পরিচালিত এক অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশ এমন মন্তব্য করেন। জরিপে ৩৩৮৫৮ জন দেশী-বিদেশী নেটিজেন অংশগ্রহণ করেছেন।

জরিপে অংশগ্রহণকারী ৯২.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনা অর্থনীতি শক্তিশালী; ৯১.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনা অর্থনীতির উন্নয়নের গতি দ্রুত; ৮১.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনা অর্থনীতির স্থায়ী উন্নয়নের প্রবণতা পরিবর্তিত হবে না; ৮৯.২ শতাংশ উত্তরদাতা সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের অর্থনীতিতে চীনের ইতিবাচক অবদানের প্রশংসা করেন; ৭৭.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের ব্যবসা-পরিবেশ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়; ৭৮.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, তাঁদের দেশ ও প্রতিষ্ঠানগুলো চীনের সাথে বাণিজ্য থেকে লাভবান হতে পারে; ৮৪.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন বিশ্বের শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শাংহাইয়ে সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) চলাকালে উক্ত জরিপ চালানো হয়। এবারের মেলায় ৩৭টি স্বল্পোন্নত দেশকে ১২০টিরও বেশি বিনামূল্যের বুথ বরাদ্দ করা হয়। ১২৯টি দেশ ও অঞ্চলের ৩৪৯৬টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বিশ্বের শীর্ষ ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৭টি রয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)