নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানের বাওথিং লি এবং মিয়াও স্বায়ত্তশাসিত কাউন্টি বিংলাংকু পর্যটন এলাকা। এখানে লি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। লি জাতির মানুষের রয়েছে অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য।
বিংলাংকু পর্যটন এলাকা গড়ে উঠেছে ট্রপিক্যাল অরণ্য ভূমিতে। এখানে অরণ্য জনপদের বাসিন্দা লি জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজেদের বস্ত্র বয়ন ও বিভিন্ন কারুশিল্প ও নিজস্ব নৃত্যগীতের মাধ্যমে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে চলেছেন স্মরণাতীত কাল ধরে।
এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যবহার করে স্থানীয় পর্যটন শিল্পকে জাগিয়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সম্প্রতি এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্যটকদের সামনে তুলে ধরা হয় লি জাতির মানুষের ঐতিহ্য।
শান্তা/মিম