সপ্তম সিআইআইই’র প্রদর্শক ও ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন লি ছিয়াং
2024-11-05 14:44:14

নভেম্বর ৫: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (সোমবার) শাংহাইয়ে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানিমেলা সিআইআইই’র প্রদর্শক ও ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।

বৈদেশিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চীনা বাজার খতিয়ে দেখছে এবং অব্যাহত ও গভীরভাবে চীনা বাজার অন্বেষণ করছে, চীনে বিনিয়োগ সম্প্রসারণ করা, উদ্ভাবন ও সমন্বিত উন্নয়ন দ্রুততর করা এবং বিশ্বের টেকসই উন্নয়নের জন্য আরো বেশি চেষ্টা চালানোর কথা জানিয়েছেন।

 

লি ছিয়াং বলেন, চীনা বাজার এখনও বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলির সর্বোচ্চ পছন্দ। চীন অধিকতরভাবে বাজারে প্রবেশ সহজতর করছে, টেলিযোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি ও চিকিত্সাসহ বিভিন্ন খাতের সুশৃঙ্খল উন্মুক্তকরণ বেগবান করবে। এ ছাড়া, ধারাবাহিকভাবে ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত করা, যথাসময়ে প্রতিষ্ঠানগুলির উদ্বেগে সাড়া দেওয়া এবং তাদের বাস্তব সমস্যা সমাধানে সাহায্য করবে। বৈদেশিক প্রতিষ্ঠানের চীনা বাজারে অন্বেষণ করা, চীন ও বিশ্ব বাজারের আরো ভালো সংযুক্তি বাড়ানো, অর্থনৈতিক বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য রক্ষা করা, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্প আপগ্রেডিং শক্তিশালী করা, বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধির নতুন চালিকাশক্তি লালন প্রত্যাশা করেন চীনা প্রধানমন্ত্রী।

(প্রেমা/তৌহিদ/ছাই)