নভেম্বর ৫: আজ (মঙ্গলবার) শাংহাইয়ে শুরু হয়েছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই)। এই মেলা তথা হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি বলেন, সিআইআইই হচ্ছে চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা এবং এ ব্যাপারে বিশ্বকে দেওয়া চীনের প্রতিশ্রুতিপূরণ। আজকের বিশ্বায়নবিরোধী প্রবণতা বাড়ছে এবং একতরফাবাদ ও সংরক্ষণবাদ শক্তিশালী হচ্ছে। এ পরিস্থিতিতে উন্মুকরণ বজায় রাখতে, বাড়াতে, ও উন্নত করতে হবে। আর এর লক্ষ্য হবে, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা।
প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, চীন আরেক ধাপে প্রাতিষ্ঠানিক উন্মুক্ততা বাড়াবে; পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে; এবং চীন বিভিন্ন পক্ষের সাথে যৌথভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর আওতায় সহযোগিতা চালিয়ে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রেখে যাবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম, উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ নিগমাটোভিচ আরিপভ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী অলজাস আবাইকুয়েল বেক্টেনোভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসন্নামসরাই ওয়ুন-আরদেনে, এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান মেলার সাফল্য কামনা করে ভিডিও-বার্তা পাঠান।
১৫২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, ব্যবসায়িক ও একাডেমিক সার্কেলের প্রায় ১৫০০ জন প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।(/আলিম ছাই)