মিশরে ১২তম বিশ্ব শহুরে ফোরাম শুরু
2024-11-05 14:50:01

নভেম্বর ৫: পাঁচ দিনব্যাপী ‘১২তম বিশ্ব শহুরে ফোরাম’ গতকাল (সোমবার) মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে।

এবারের ফোরামের প্রতিপাদ্য হলো ‘সবই ঘর থেকে শুরু: টেকসই শহর ও সমাজের জন্য স্থানীয় কর্ম।’ অংশগ্রহণকারীরা প্রধানত টেকসই উন্নয়ন লক্ষ্যের স্থানীয়করণ এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় স্থানীয় কার্যক্রম ও উদ্যোগের ওপর গুরুত্ব দেবে। জানা গেছে, ৭০জনেরও বেশি মন্ত্রী এবং ৯০জনেরও বেশি প্রাদেশিক প্রধান ও মেয়রসহ বহু দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ৭শ’ মানুষ এ ফোরামে নিবন্ধন করেছেন।

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এদিন ভিডিও ভাষণে বলেন, শহর শুধু সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তিই নয়, বরং টেকসই সমাধান পরিকল্পনার অনুঘটক।

স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ অনেক সমস্যা সমাধানের চাবিকাঠি।

(প্রেমা/তৌহিদ/ছাই)