লি ছিয়াংয়ের সঙ্গে কাজাখ ও উজবেক প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত
2024-11-05 14:58:36


নভেম্বর ৫: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে শাংহাইয়ে কাজাখ প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনোভ ও উজবেক প্রধানমন্ত্রী আব্দুল্লা আরিপভ পৃথক বৈঠক করেছেন।
 

কাজাখ প্রধানমন্ত্রী’র সঙ্গে বৈঠকের সময় লি ছিয়াং বলেন, গত জুলাই মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সফলভাবে কাজাখস্তানে একটি রাষ্ট্রীয় সফর করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও উন্নয়নের জন্য প্রেসডেন্ট তোকায়েভের সাথে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নেন। চীন কাজাখস্তানের সঙ্গে দুই প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য চেষ্টা করা, ক্রমাগত রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস গভীরতর করা, একে অপরের মূল স্বার্থ জড়িত বিষয়গুলোতে দৃঢ়ভাবে সমর্থন দেওয়া, পারস্পরিক উপকারী সহযোগিতার প্রসার অব্যাহত রাখা এবং দু’দেশের জনগণের আরও কল্যাণ করতে চায়।

 

বেকতেনোভ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রেসিডেন্টের কৌশলগত নির্দেশনায় কাজাখস্তান-চীন সম্পর্ক ইতিহাসের একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। কাজাখস্তান চীনের সঙ্গে উচ্চ-স্তরের আদান-প্রদান আরও জোরদার করতে, বাণিজ্য-বিনিয়োগ বেগবান করতে এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ কাঠামোর অধীনে সংযোগ বাড়াতে ইচ্ছুক।

 

উজবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় লি ছিয়াং বলেন, এ বছরের শুরু থেকে দু’দেশের প্রেসিডেন্ট দুবার বৈঠক করেছেন। তাতে প্রেসিডেন্টদ্বয় নতুন যুগে একটি সার্বক্ষণিক ব্যাপক কৌশলগত অংশীদারি সম্পর্ক এবং চীন-উজবেকিস্তান অভিন্ন স্বার্থের সমাজ গড়ে তোলার বিষয়ে নতুন গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। চীন উজবেকিস্তানের সঙ্গে দুই প্রেসিডেন্টের উপনীত ঐকমত্যকে বাস্তব কার্যকলাপ এবং সহযোগিতার ফলাফল বাস্তবায়ন করতে চায়, যাতে দু’দেশের জনগণের আরও সুবিধা হয়।

আরিপভ বলেন, উজবেকিস্তান দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগকে সমর্থন করে। চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় বাড়াতে চায়।

(ওয়াং তান হোং/তৌহিদ)