নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে সোমবার শেষ হওয়া ১৩৬তম চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ারে মোট ২ হাজার ৪৯৫ কোটি ডলারের রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগের ক্যান্টন ফেয়ারের তুলনায় এর মূল্য ১ শতাংশ বেশি।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেলার মিডিয়া সেন্টারের প্রধান চৌ শানছিং।
এবারের মেলার প্রদর্শনী এলাকা ছিল মোট ১৫ দশমিক ৫ লাখ বর্গমিটার। আর প্রদর্শনী অঞ্চল ছিল ৫৫ টি এবং আর বুথ ছিল ৭৪ হাজার। পাশাপাশি এবারের মেলায় উপস্থিত ছিলেন ৩০ হাজার প্রদর্শক।
রোববার পর্যন্ত, ২১৪টি দেশ এবং অঞ্চলের ২ লাখ ৫৩হাজার বিদেশী প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন, যা এর আগের বছরের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। আর এই প্রথমবারের মতো প্রতিনিধির সংখ্যা ২ লাখ ৫০ হাজারের সীমা অতিক্রম করছে।
১৯৫৭ সালে চালু হওয়া এবং বছরে দুবার অনুষ্ঠিত এ মেলাটিকে চীনের বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করা হয়।
১৩৭তম ক্যান্টন ফেয়ার শুরু হবে ২০২৫ সালের ১৫ এপ্রিল।
নাহার/শান্তা
তথ্য ও ছবি: সিনহুয়া