তুরস্কে প্রথম বিশ্ব নিওলিথিক সম্মেলন শুরু
2024-11-05 18:12:08


নভেম্বর ৫: প্রথম বিশ্ব নিওলিথিক সম্মেলন, গতকাল (সোমবার), দক্ষিণ-পূর্ব তুর্কি শহর সানলিউরফাতে শুরু হয়েছে। নিওলিথিক যুগের প্রাসঙ্গিক গবেষণা ও এর ফলাফল নিয়ে আলোচনা করতে ৬৪টি দেশের প্রায় এক হাজার পণ্ডিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনটি তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, এবং হাল্লান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। সম্মেলন আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনে স্থির জীবনধারা, প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব, সামাজিক শ্রেণিবিন্যাস, জ্ঞানীয় মডেল, প্রতীক ও পরিচয়সহ বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। একই সঙ্গে, সম্মেলনে প্রত্নতত্ত্বে রেডিওকার্বন ডেটিং-এর মতো বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ নিয়েও আলোচনা হবে।

সম্মেলনে ২০ জনেরও বেশি চীনা পণ্ডিত অংশ নিচ্ছেন। চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ব্যুরো প্রশাসনের প্রত্নতাত্ত্বিক গবেষণাকেন্দ্র থেকে লি সিয়াও চে বলেন, এই সম্মেলন বিশ্ব প্রত্নতাত্ত্বিক সমাজের জন্য একটি যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরি করেছে। চীন ও তুরস্কের মধ্যে প্রত্নতাত্ত্বিক সহযোগিতা আরও গভীর করতে এবং চীনা প্রত্নতত্ত্বের আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সাহায্য করবে এই সম্মেলন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)