নভেম্বর ৫: আজ (মঙ্গলবার) সপ্তম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে, ‘বিশ্ব উন্মুক্ততা প্রতিবেদন, ২০২৪’ প্রকাশিত হয়। প্রতিবেদনে বিশ্বের উন্মুক্ততা সূচকসহ ধারাবাহিক পরিসংখ্যান প্রকাশিত হয়।
চীনা সমাজ ও বিজ্ঞান একাডেমির বিশ্ব অর্থনীতি ও রাজনীতি গবেষণালয় ও হংছিয়াং আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের গবেষণাকেন্দ্রের যৌথ উদ্যোগে, চীনের পরিষেবা আউটসোর্সিং গবেষণাকেন্দ্র এটি আয়োজন করে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের উন্মুক্ততার সূচক ছিল ০.৭৫৪২, যা ২০২২ সালের চেয়ে ০.১২ শতাংশ পয়েন্ট, ২০১৯ সালের চেয়ে ০.৩৮ শতাংশ পয়েন্ট, এবং ২০১৮ সালের চেয়ে ৫.৪৩ শতাংশ পয়েন্ট কম। প্রতিবেদন অনুসারে, বিশ্বের সামাজিক উন্মুক্ততার সূচক ১.৭ শতাশ পয়েন্ট বৃদ্ধি পেলেও, অর্থনৈতিক উন্মুক্ততার সূচক ০.২ ও সাংস্কৃতিক উন্মুক্ততার সূচক ২.৪ শতাংশ পয়েন্ট কমেছে।
এদিকে, প্রতিবেদনে প্রথমবারের মতো বিশ্বব্যাপী বিশ্ব উন্মুক্ততা জরিপের ফলাফল উল্লেখ করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন, বৈশ্বিক উন্মুক্ততার পথে বড় বাধাগুলোর মধ্যে রয়েছে: ‘আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংঘাতের বিস্তৃতি’, ‘জাতীয় নিরাপত্তার ধারণার সাধারণীকরণ’, ‘বিশ্বায়ন ও বিশ্বায়নবিরোধী চিন্তার উত্থান’, এবং ‘একতরফাবাদ ও চাপ প্রয়োগের প্রবণতা’। (ছাই/আলিম/ওয়াং হাইমান)