কুয়াংচৌ বাণিজ্য মেলায় বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক
2024-11-05 18:46:51

১৩৬তম চীনের আমদানি রপ্তানি বাণিজ্য মেলা (ক্যান্টন মেলা) গত সোমবার কুয়াংচৌতে সমাপ্ত হয়েছে। কুয়াংচৌ মেলা বাংলাদেশী বন্ধুদের কাছে চীনের আয়োজিত পরিচিত মেলার অন্যতম। অনেক বাংলাদেশী ব্যবসায়ী প্রতি বছর কুয়াংচৌ মেলায় অংশগ্রহণ করে থাকেন। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়লে আর্থিক পরিষেবার চাহিদাও বেড়ে থাকে। এবারের কুয়াংচৌ মেলায় বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক অংশগ্রহণ করেছে। জনাব  মোঃ মোসলে উদ্দিন বাংলাদেশের ইস্টার্ন ব্যাংকের কুয়াংচৌ প্রতিনিধি অফিসের প্রধান। কুয়াংচৌ মেলা ইস্টার্ন ব্যাংকের মত প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা সম্প্রসারণের মঞ্চ দিয়েছে। চলুন, কথা বলি জনাব মোসলে উদ্দিনের সঙ্গে।