অবৈধ সামাজিক সংগঠনের বিরুদ্ধে আরও কঠোর চীন
2024-11-05 18:47:08


নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: জনস্বার্থ রক্ষা এবং জালিয়াতি প্রতিরোধে অবৈধ সামাজিক সংগঠনগুলো দমনে প্রচেষ্টা জোরদার করেছে চীন। সোমবার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।


চলতি বছরের প্রথম ৯ মাসে, মন্ত্রণালয় ১৫২টি অবৈধ সামাজিক সংগঠনকে উৎখাত করেছে। সেই সঙ্গে ৩৮৩টি সংগঠনকে বন্ধ এবং ১২৪টি সংস্থাকে নিবন্ধন নেওয়ার নির্দেশ দিয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে কিছু নিষিদ্ধ গোষ্ঠী জনসাধারণকে প্রতারিত করতে নিজেদের ‘রাষ্ট্রীয়’ মর্যাদাসম্পন্ন দাবি করে ব্যবসা ও শিক্ষা সংক্রান্ত কার্যকলাপে জড়িত ছিল।


কর্তৃপক্ষ বলেছে, সামাজিক সংগঠনগুলোর জন্য প্রবিধান আরও জোরদার এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম পর্যবেক্ষণের প্রক্রিয়া উন্নত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অবৈধ সংগঠনগুলোর প্রতি ‘জিরো টলারেন্স’ এবং জনসাধারণের সুরক্ষার জন্য এ ধরনের সংগঠনের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: চায়না ডেইলি