সি চিন পিংয়ের সিই গ্রাম পরিদর্শন
2024-11-05 18:16:10

নভেম্বর ৫: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (মঙ্গলবার), হুপেই প্রদেশের সিয়াননিং শহরের চিয়াইউ জেলার ফানচিয়াওয়ান থানার সবুজ করিডোর ও সিই গ্রাম পরিদর্শন করেন। তিনি স্থানীয় গ্রামীণ পুনরুজ্জীবনের হাল-হকিকত সম্পর্কে খোঁজ-খবর নেন।  

সিই গ্রাম চিয়াইউ জেলার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। গ্রামটির ১১০৮টি পরিবারে মোট ৪২৭০ জন বাসিন্দা রয়েছেন। গ্রামটি পৃথক পৃথকভাবে জাতীয় গ্রামীণ সুখী আবাসিক এলাকা ও জাতীয় গণতান্ত্রিক আইনগত প্রশাসন আদর্শ গ্রামের মর্যাদা লাভ করেছে।  

সবুজি শিল্প হলো ফানচিয়াওয়ান থানার স্তম্ভ ও বৈশিষ্ট্যময় শিল্প। ফানচিয়াওয়ান থানার সবুজ করিডোরের দৈর্ঘ্য ১০ কিলোমিটার। এটি ফানচিয়াওয়ান গ্রাম, সিয়াওচিয়াচৌ গ্রাম ও সিই গ্রামকে সংযুক্ত করেছে। সবুজ করিডোরে বার্ষিক সবজি উত্পাদনের পরিমাণ ২.১ লাখ টন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)