সি চিন পিংয়ের হুপেই পরিদর্শন
2024-11-05 18:12:52

নভেম্বর ৫: গতকাল (সোমবার) বিকেলে ও আজ (মঙ্গলবার) সকালে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং, পর্যায়ক্রমে হুপেই প্রদেশের সিয়াও কান এবং সিয়ান নিং শহর পরিদর্শন করেন।

প্রেসিডেন্ট সি হুপেই পরিদর্শনকালে ‘ইয়ুন মেং’ জেলার জাদুঘর, ‘চিয়া ইয়ু’ জেলার ‘ফান চিয়া ওয়ান’ শাক-সবজি করিডোর ঘুরে দেখেন এবং ‘সি ই’ গ্রামের স্থানীয় পুরাকীর্তির সংরক্ষণকাজ, গবেষণাকাজ ও গ্রামীণ বহুমুখী পুনরুদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, ‘ইয়ুন মেং’ জেলার জাদুঘর হচ্ছে হুপেই প্রদেশের একটি স্ববৈশিষ্ট্যসম্পন্ন জেলা পর্যায়ের ও জাতীয় দ্বিতীয় স্তরের জাদুঘর। এখানে ৫ সহস্রাধিক পুরাকীর্তি রয়েছে, যার মধ্যে জাতীয় প্রথম স্তরের পুরাকীর্তির সংখ্যা ৪৯টি, দ্বিতীয় স্তরের পুরাকীর্তির সংখ্যা ৬৪টি, এবং তৃতীয় স্তরের পুরাকীর্তির সংখ্যা ২৪২টি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)