অ্যাঙ্গোলায় চীনের সহায়তায় পানি সরবরাহ প্রকল্প সম্পন্ন
2024-11-05 18:50:02


নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা নির্মিত একটি পানি সরবরাহ প্রকল্প আনুষ্ঠানিকভাবে অ্যাঙ্গোলা সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দেশের ৬ লাখেরও বেশি মানুষ উপকৃত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


২০১৭ সাল থেকে চায়না রেলওয়ে ২০তম ব্যুরো গ্রুপ কর্পোরেশন লিমিটেড তৈরি করেছে অ্যাঙ্গোলার কাবিন্দা জল সরবরাহ প্রকল্প। এটি অ্যাঙ্গোলার বিনিয়োগে তৈরি বৃহত্তম জীবিকা বিনিয়োগ প্রকল্প এবং দেশটির সবচেয়ে উন্নত, বুদ্ধিমান এবং সর্বাধুনিক পানি সরবরাহ ব্যবস্থা।


অনেক বছর ধরেই কাবিন্দা প্রদেশের বাসিন্দারা পরিকাঠামোর অভাবে পানির ঘাটতিতে ভুগছিলেন। তাদের বেশিরভাগই নির্ভর করতেন  পানি সরবরাহকারী ট্রাকের ওপর।


পানি সরবরাহ প্রকল্পটি ৭৪টি পয়েন্ট নিয়ে গঠিত। প্রতিদিন ৫০ হাজার ঘনমিটার পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে এর। এ নির্মাণকাজে স্থানীয় এক হাজারেরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: সিসিটিভি