নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে শীত শুরু হয়ে গেছে। এরই মধ্যে চলছে হেমন্তকালীন ফসল ঘরে তোলার পালা। শানতোং প্রদেশে চলছে ভুট্টা বাতাসে শুকানোর পালা। শানতোংয়ের চাষীরা মাঠ থেকে সংগ্রহ করছেন শাক।
হ্যনান প্রদেশের বিভিন্ন কৃষিক্ষেত্রে আদার ফসল সংগ্রহ করা হচ্ছে। হুনান প্রদেশে সংগ্রহ করা হচ্ছে মিষ্টি আলু। হুনানে দেরিতে জন্মানো ধানের ফসলও তোলা হচ্ছে।
শান্তা/ফয়সল