নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে’ এক ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হন।
গত রোববার এক বিবৃতিতে এই মহাসম্মেলনের ডাক দেন দেশের ৪১ জন ‘বিশিষ্ট আলেম’। দেশের সর্বস্তরের আলেম–ওলামা ও ‘আপামর তাওহিদি জনতাকে’ মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সেখানে।
এদিকে সকাল থেকে শত শত বাস ভরে ঢাকার বাইরে থেকে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে আসায় মানুষের চাপ আর যানজটে প্রায় থমকে যায় ঢাকার রাস্তাগুলো।
সকাল ১০টার দিকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহনের চলাচল বন্ধ করে দেয়া হয়।
এই সমাবেশের প্রভাবে সারাদিন ধরেই পুরো ঢাকার সব সড়ক ও মহাসড়কেই প্রবল যানজটের সৃষ্টি হয়।
শান্তা/মিম