বেইজিংয়ে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ করেছে চীন-জাপান
2024-11-05 18:44:17

 

নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানের জাতীয় নিরাপত্তা সচিবালয়ের মহাসচিব তাও আকিবা সোমবার বেইজিংয়ে চীন-জাপান সম্পর্ক বিষয়ক উচ্চস্তরের রাজনৈতিক সংলাপ করেছেন।

 

চীন-জাপান সম্পর্ক উন্নতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক কমিশনের অফিসের পরিচালক ওয়াং বলেছেন, দুই পক্ষের উচিত দুই দেশের নেতাদের মধ্যে উপনীত ঐকমত্য অনুসরণ করা, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ও বিকাশের সঠিক পথে অটল থাকা এবং একটি স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তোলা।

 

ওয়াং বলেন, জাপানি পক্ষের উচিত চীন সম্পর্কে যুক্তিপূর্ণ বোঝাপড়া প্রতিষ্ঠা করা, তাইওয়ান প্রশ্নে তাদের রাজনৈতিক প্রতিশ্রুতিকে সম্মান করা।

 

উভয় পক্ষ পুনর্ব্যক্ত করেছেন, চীন ও জাপানের মধ্যে নথিতে বর্ণিত চারটি রাজনৈতিক নীতি ও ঐকমত্য মেনে চলা হবে। উভয় পক্ষ বিশ্বাস করে, চীন ও জাপান ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে জড়িত এবং পরিপূরক অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিবেশী।

 

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক দূষিত পানি নিষ্কাশনের বিষয়ে দ্বিপক্ষীয় রাজনৈতিক ঐকমত্যের অনুসরণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করতেও সম্মত হয়েছে উভয় পক্ষ।

 

ওয়াং যোগ করেন, এটা আশা করা যায় যে সব পক্ষ যৌথভাবে এ অঞ্চলে সংঘাত উদ্রেককারী বহিঃশক্তিকে প্রতিরোধ করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন