ফিজির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাতু নাইকামা লালাবালাভুকে অভিনন্দন জানালেন সি চিনপিং
2024-11-05 18:55:18


নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: ফিজির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মঙ্গলবার রাতু নাইকামা লালাবালাভুকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। অভিনন্দন বার্তায় সি বলেন, 

ফিজি হল প্রথম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ যারা গণপ্রজাতন্ত্রী চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

তিনি বলেন, ৪৯ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে, দুই দেশ তাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছে, দুই দেশের জনগণের কল্যাণ বয়ে এনেছে, শান্তি, স্থিতিশীলতা এবং এই অঞ্চল ও বিশ্বের ব্যাপক উন্নয়ন করেছে।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন,  তিনি চীন-ফিজি সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের টেকসই, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্য লালাবালাভুর সাথে কাজ করতে প্রস্তুত আছেন যাতে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা যায়।

শান্তা/ফয়সল