কোরীয় উপদ্বীপ সংকট সমাধানের চাবি যুক্তরাষ্ট্রের হাতে: চীন
2024-11-05 18:16:17


নভেম্বর ৫: কোরীয় উপদ্বীপ সংকট মূলত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এ সংকট সমাধানের চাবি যুক্তরাষ্ট্রের হাতে। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং গতকাল (সোমবার) উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি ও চাপ প্রয়োগের মতো ভ্রান্ত অভ্যাস পরিত্যাগ করতে এবং আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপ সংকট সমাধানের পরিবেশ সৃষ্টি করতে হবে।

 ফু ছুং বলেন, কোরীয় উপদ্বীপ সমস্যাটি বহু বছর ধরে ঝুলে আছে। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্র আদৌ উপদ্বীপে উত্তেজনা কমাতে চায় কি না, এ নিয়েও সন্দেহ করা যথেষ্ট কারণ আছে। যুক্তরাষ্ট্র উপদ্বীপ পরিস্থিতিকে নিজের বৃহত্তর ভূ-রাজনৈতিক লক্ষ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় কি না—তা দেখার বিষয়।

ফু আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত উপদ্বীপে সামরিক মহড়ার মতো উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকা এবং উত্তর কোরিয়াকে না-হক হুমকি-ধামকি দেওয়ার মানসিকতা ত্যাগ করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)