চিয়াং সিন ১৯৭১ সালের ২৬ অক্টোবর চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি বেইজিংয়ে বড় হন। তিনি চীনা ভাষা পপসংগীত মহলের একজন কণ্ঠশিল্পী, গীতিকার ও সংগীতজ্ঞ।
শুনছিলেন চিয়াং সিনের ‘ফুল ফোটে অপরাজিত’ গানটি। গানটি তাঁর ১৯৯৬ সালের মে প্রকাশিত প্রথম অ্যালবামের শিরোনাম গান। অ্যালবামটি ‘সেরা অ্যালবাম’, ‘বছরের রেকর্ড’ এবং ‘সেরা নতুন শিল্পী’সহ বেশ কয়েকটি পুরস্কার জেতে।
চিয়াং সিনের জন্ম একটি চিকিৎসক পরিবারে। ৬ বছরের সময় তিনি বাবামা’র সঙ্গে বেইজিংয়ে আসেন। ছোটবেলাতেই তিনি গান ও নাচে দক্ষ হয়ে ওঠেন। ১৯৮৮ সালে যখন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে লেখাপড়া করতেন, তিনি চীনের রক মহলে বেশ কয়েকজন বিখ্যাত শিল্পীর সাথে দেখা করেন, তারপর তিনি রক সংগীত মহলে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বছর তিনি ড্রপ আউট করে, একজন পেশাদার গায়িকা হয়ে কেটিভি ও বারে গান গাইতে শুরু করেন। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে তিনি স্কর্পিয়ান কালচার রেকর্ডসের সাথে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৯৯ সালের জুলাইতে তিনি অন্য চারজন কণ্ঠশিল্পীর সঙ্গে যৌথভাবে একটি অ্যালবাম প্রকাশ করেন। এতে তাঁর দু’টো গান ‘বড় হওয়া’ এবং ‘মনোভাব’ অন্তর্ভুক্ত করা হয়।
নিজের আলাদা সংগীত ক্যারিয়ার গড়তে ১৯৯৪ সালে লুও ছি সংগীতদল ‘কম্পাস’ ত্যাগ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি মেশিন’ প্রকাশ করেন। ১৯৯৮ সালের ১৭ জানুয়ারি লুও ছির কোম্পানি তাঁর পরপর ‘নতুন আকাশ’, ‘আমাকে নিজে করতে দাও’ এবং ‘গতরাতে একটা স্বপ্ন ছিল’ নামে তিনটি গানের রেকর্ড করে।
২০০১ সালের আগস্টে পাঁচ বছর পর চিয়াং সিন তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘মে মাস’ প্রকাশ করেন। এতে রাখা ‘রাত’ গানটি একটি চলচ্চিত্রের শেষ গান হিসেবে নির্বাচিত হয়। অন্য একটি গান ‘খারাপ ভাগ্য’ অন্য একটি চলচ্চিত্রের থিমসং করা হয়। অ্যালবামের শিরোনাম গান ‘মে মাস’-এ কথা ও সুরের মাধ্যমে অতীত সুন্দর সময়ের প্রতি নস্টালজিয়া এবং প্রেমের প্রত্যাবর্তন প্রকাশ করে। কথাগুলো মে মাসে প্রেমের প্রতি নায়কের অভাবোধ ও অপেক্ষা বর্ণনা করে। এটি ছিল চিয়াং সিনের সংগীত ক্যারিয়ায় একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং সংগীতে তাঁর বুদ্ধি ও শ্রমসাধ্য প্রচেষ্টা প্রদর্শিত হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘মে মাস’ গানটি আপনাদের শোনাচ্ছি। কেমন? সঙ্গে সঙ্গে শোনাব, একই অ্যালবামে রাখা অন্য গান ‘রাত’।
২০০৭ সালের জানুয়ারিতে, চিয়াং সিন তাঁর চতুর্থ অ্যালবাম ‘আমি শুধু কোন ফুল নই’ প্রকাশ করেন। অ্যালবামটি তাজা ও উষ্ণ, কিন্তু শক্তির অভাব নেই। অ্যালবামটি সহজ, সুগম, উজ্জ্বল ও আনন্দদায়ক মনোভাব ভরপুর। ব্যক্তিত্বের চেতনাকে তুলে ধরা রক সংগীতে চিয়াং সিন ব্রিটিশ রক, নর্ডিক পপ, ইলেকট্রনিক ও পপসহ বহুমুখী সংগীত উপাদান যোগ করেন। গানটি শুনতে সতেজ ও উষ্ণ। তাঁর অ্যালবামে রক সংগীত আর উদাসীন, উচ্চকণ্ঠ বা নিষ্ঠুর নয়, বরং চিয়াং সিনের সত্যিকার জীবনযাপনের দৃষ্টিভঙ্গি ও স্মার্ট ভয়েস এবং সুন্দর হৃদয়ানুভীতি ও রক সংগীতের প্রতি তাঁর গভীর নিষ্ঠা প্রকাশ পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘আমি শুধু কোন ফুল নই’ আপনাদের শোনাব।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে চিয়াং সিনের ‘ইচ্ছা নামের রাস্তার গাড়ি’ গানটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি।
(প্রেমা/হাশিম)