এনপিসি’র প্রতিনিধিদের দায়িত্বপালন-ব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্ট আইন সংশোধন
2024-11-04 16:22:26

নভেম্বর ৪: আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্ট্যাডিং কমিটির দ্বাদশ সম্মেলনে, ‘এনপিসি ও বিভিন্ন স্থানের গণপ্রতিনিধি সম্মেলনের প্রতিনিধি আইন (সংশোধিত খসড়া)’ যাচাই করা হয়। এতে এনপিসি’র প্রতিনিধিদের দায়িত্বপালন-ব্যবস্থা উন্নয়নের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হলো প্রতিনিধি আইন ১৯৯২ সালে গৃহীত হওয়ার পর চতুর্থ  সংশোধন।

খসড়ায় বলা হয়, বিভিন্ন পর্যায়ের স্ট্যাডিং কমিটি ঘনিষ্ঠভাবে প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে; প্রতিনিধিদেরকে আইন অনুযায়ী দায়িত্ব পালনে সমর্থন দেবে; বিভিন্ন পর্যায়ের সরকার, তত্ত্বাবধান ও পরিদর্শন কমিটি, গণআদালত, ও গণ-প্রকিউরেটরেটের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ জোরদার করবে এবং তাঁদের মতামত ও প্রস্তাব শুনবে। এ ছাড়া, প্রতিনিধিদের নাগরিকদের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠরত করতে হবে এবং নাগরিকদের মতামত ও প্রস্তাব শুনতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)