নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনের ল্যান্ডমার্ক আইস-অ্যান্ড-স্নো থিম পার্ক নবম এশিয়ান শীতকালীন গেমসকে সামনে রেখে সাজানো হচ্ছে। এর পরিসরও বাড়ানো হচ্ছে। সম্প্রতি স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
শহরের মধ্যদিয়ে প্রবাহিত সোংহুয়া নদীর উত্তরতীরে নির্মিত আইস-স্নো ওয়ার্ল্ড আসন্ন তুষার মৌসুমে এক মিলিয়ন বর্গ মিটার কভার করবে, যা গত মৌসুমে ৮ লাখ ১০ হাজার বর্গ মিটার ছিল। এর আকার ১৪০টি ফুটবল পিচের সমতুল্য, আসন্ন তুষার মৌসুমে এখানেই সবচেয়ে বড় উৎসব হবে।
এদিকে হারবিনে বরফ তুষার ভাস্কর্য নির্মাণের প্রস্তুতিও দ্রুত এগিয়ে চলছে।
বরফ ভাস্কর্য যেমন দুর্গ ও টাওয়ার তৈরির জন্য ২ লাখ ৫০ হাজার কিউবিক মিটার থেকে মোট ৩ লাখ ঘনমিটার বরফ এবং তুষার ব্যবহার করা হবে। পার্কের নকশা ও নির্মাণে নবম এশিয়ান শীতকালীন গেমসের ছোঁয়া থাকবে।
১৯৬৩ সালে শুরু হয় হারবিন আইস ল্যান্টার্ন ফেসিভ্যাল যা এখন বরফ-তুষার উৎসবে রূপ নিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পার্ক খেলা হবে। পার্কের পরিসরও আগের চেয়ে অনেক বেড়েছে। ২০২৫ সালের ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি হারবিনে অনুষ্ঠিত হবে নবম এশিয়ান শীতকালীন গেমস। ৩৪টি দেশ ও অঞ্চলের ১৫শ জনেরও বেশি ক্রীড়াবিদ এখন পর্যন্ত নিবন্ধন করেছেন।
শান্তা/মিম