চীনে পুরাকীর্তি সংরক্ষণ আইনের সংশোধনী প্রস্তাব যাচাই
2024-11-04 17:57:18


নভেম্বর ৪: চীনের পুরাকীর্তি সংরক্ষণ আইনের তৃতীয় সংশোধনী খসড়া প্রস্তাব, আজ (সোমবার) ১৪তম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ১২তম সম্মেলনে, যাচাই করা হয়।

বিভিন্ন পক্ষের মতামত অনুযায়ী, এবারের খসড়া প্রস্তাবে, বেসরকারি পর্যায়ে পুরাকীর্তি সংগ্রহের কাজের দিক-নির্দেশনা এবং নাগরিকদেরকে বৈধভাবে পুরাকীর্তি সংগ্রহে উত্সাহ দেওয়া হয়েছে।  

প্রস্তাবে বলা আরও হয়েছে, কী ধরণের পুরাকীর্তি বিদেশে প্রদর্শিত হবে, তা রাষ্ট্রীয় পরিষদের পুরাকীর্তিসংক্রান্ত ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট নিয়মের ওপর নির্ভর করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)