নভেম্বর ৪: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (রোববার) শাংহাইয়ে বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষ কর্মীদের প্রশিক্ষণ কাজের গবেষণা নিয়ে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, গভীরভাবে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সংশ্লিষ্ট নির্দেশনার চেতনা অনুসরণ করে, ইতিবাচকভাবে অর্থনৈতিক সমাজ উন্নয়নের চাহিদা উপযোগী করে, ব্যাপকভাবে বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষ কর্মীদের লালন জোরদার করে, আরো বেশি উচ্চমানের দক্ষ কর্মী তৈরি করে, উচ্চমানের উন্নয়ন ও উচ্চমানের জীবনের জন্য দৃঢ় সমর্থন দিতে হবে।
লি ছিয়াং উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক সমাজ উন্নয়নে দক্ষ কর্মীর চাহিদা জরুরি, তাদের ছাড়া বিভিন্ন মহল ও শিল্প উন্নত হবে না। এ ছাড়া সমাজের চাহিদা ও শিল্পের উন্নয়ন অনুযায়ী দক্ষতার ব্যবহারিক চর্চা জোরদার করা এবং বৃত্তিমূলক শিক্ষার মান উন্নত করতে হবে। পাশাপাশি, নতুন দফা বৈজ্ঞানিক সংস্কার ও শিল্প খাতের রূপান্তর প্রবণতা অনুসারে, অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তি লক্ষ্য করে, আরো বেশি ‘উচ্চ-নির্ভুলতা এবং জরুরি প্রয়োজনের’ দক্ষ প্রতিভা লালন করে, উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তির আত্মনির্ভরশীলতা বাস্তবায়নে সহায়তা দিতে হবে।
লি ছিয়াং আরো বলেন, বিভিন্ন পর্যায়ের সরকারের দক্ষ কর্মীদের আরো গুরুত্ব দিয়ে এবং যত্নের সাথে ধারাবাহিকভাবে নিশ্চয়তা নীতিতে সুবিন্যাস ও সমর্থন দিয়ে, ব্যবস্থাগত উদ্ভাবন ও বরাদ্দের মান বাড়ানো উচিত।
(প্রেমা/তৌহিদ/ছাই)