নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক : শীত এসেছে খুব বেশিদিন হয়নি। সাধারণত শরতের শেষ ও শীতের শুরুটা কাটার কথা শীতল হাওয়া কিংবা তাপমাত্রার দোলাচলে। কিন্তু প্রাণ-প্রাচুর্য ও বৈচিত্র্যে ভরপুর চীনের প্রকৃতি শীতকে স্বাগত জানিয়েছে তুষারাপাতের মাধ্যমে। শীতের শুরুতেই চীনের বেশ কয়েকটি প্রদেশ ছেয়ে গেছে তুষারের চাদরে।
উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং ও চিলিন প্রদেশ যেন কাঁপছে শীতে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। ফলে দেখা দিয়েছে তুষারপাত ও তুষারঝড়ের।
চলামান ভারী তুষারপাত ও তুষারঝড় সামাল দিতে এরই মধ্যে স্থানীয় প্রশাসন নিয়েছে নানা পদক্ষেপ। যাতায়াত ব্যবস্থা সচল করতে নিয়োগ করা হয়েছে বরফ ও তুষার পরিষ্কারকর্মী।
এদিকে, চলতি বছরে প্রথমবারের মত তুষাপাত হয় চিলিন প্রদেশে । ভারী তুষাপাতে রাজধানী চাংচুন শহরের বেশ কয়েকটি জায়গায় ৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারের স্তুপ জমেছে।
প্রদেশজুড়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বাড়িয়ে দেওয়া হচ্ছে ট্র্যাফিক টহল অফিসারের সংখ্যা। রাস্তায় স্থাপন করা হয়েছে অ্যান্টি-স্কিড সামগ্রী।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি প্লাস