২৭৬ আলোকচিত্র নিয়ে চলছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী
2024-11-04 18:48:25

নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: দেশি ও বিদেশি আলোকচিত্রীর ২৭৬ আলোকচিত্র নিয়ে চীনে চলছে ১৯তমআন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। শনিবার দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের চুহাইয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী।

এই ইভেন্টটি চীন ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন, কুয়াংতংয়ের সাহিত্য ও শিল্প পরিষদ এবং চুহাই স্থানীয় সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। 

আয়োজকরা বলছে, এবারের প্রদর্শনীতে ১২৩টি দেশ ও অঞ্চল থেকে ২০ হাজারেরও বেশি আলোচিত্রী অংশ নিয়েছে। 

এছাড়া এই আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীও উদযাপন করা হচ্ছে। 

এবারের এই প্রদর্শনী চলবে ২৫ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে ।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি প্লাস