বিশ্ব তরুণ বিজ্ঞানী সম্মেলনের ইউরোপীয় অধিবেশন ব্রাসেলসে অনুষ্ঠিত
2024-11-04 14:28:31


নভেম্বর ৪: ২০২৪ সালের বিশ্ব তরুণ বিজ্ঞানী সম্মেলনের ইউরোপীয় অধিবেশন সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ৩০টি দেশের দুই শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা শিক্ষা সংস্কার, তরুণী সৃজনশীলতা ও ভবিষ্যত প্রযুক্তিসহ নানা বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন।

বেলজিয়ামে চীনের রাষ্ট্রদূত ফেই শেং ছাও তাঁর ভাষণে বলেন,  বিজ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মুখে প্রযুক্তিগত অগ্রগতি অর্থাত্ আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন যাই হোক না কেন, বিভিন্ন দেশের উচিত যোগাযোগ ও সমঝোতা জোরদার করা। চীন বিজ্ঞান-প্রযুক্তি উদ্ভাবনের ওপর খুব গুরুত্ব দেয় এবং বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে সহযোগিতা জোরদার করা, বিজ্ঞান-প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে দেশি-বিদেশি জনগণের জীবনের মান উন্নত করা এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন বেগবান করতে ইচ্ছুক।

ইইউতে চীনা মিশনের মন্ত্রী জু চিং ভাষণে বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবান্ধব জ্বালানিসহ নানা খাতে চীন ও ইউরোপের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। তরুণ বিজ্ঞানীদের উচিত ভবিষ্যতে এ খাতের সহযোগিতায় আরও ইতিবাচক ভূমিকা পালন করা।

(রুবি/তৌহিদ/লাবণ্য)