নভেম্বর ৪: তাইওয়ানের সাথে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ বজায় রাখা, জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট পরিপন্থি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, পালাউসহ খুব অল্পসংখ্যক দেশ তাইওয়ানের সাথে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ বজায় রেখেছে, যা এসব দেশ ও দেশের জনগণের স্বার্থেরও পরিপন্থি। তা ছাড়া, এ ধরনের সম্পর্ক চীনের জাতীয় সার্বভৌমত্বেরও লঙ্ঘন। সংশ্লিষ্ট দেশগুলোকে এ ভুল সংশোধন করতে হবে।
মুখপাত্র বলেন, বিশ্বে ইতোমধ্যেই ১৮৩টি দেশ, ‘এক-চীননীতি’-র ভিত্তিতে, চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। বাকি দেশগুলোরও উচিত, আন্তর্জাতিক আইনের আওতায়, নিজেদের স্বার্থেই ইতিহাসের সঠিক দিকে দাঁড়ানো এবং নিজেদের ভুল সংশোধন করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)