নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে চীনে ইলেকট্রিক গাড়ি (ইভি) চার্জিং পাইলের সংখ্যা ১১.৪৩ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪৯ দশমিক ৬ শতাংশ বেশি। জাতীয় এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এর মধ্যে প্রায় ৩৩ লাখ ৩০ হাজার পাবলিক চার্জিং সুবিধা এবং ৮১ লাখ প্রাইভেট চার্জিং সুবিধা রয়েছে।
২০২৪ সালের প্রথম নয় মাসে চীনে ২৮ লাখ ৪০ হাজার নতুন চার্জিং পাইল যোগ করা হয় এবং গাড়ির চার্জিং পরিমাণ মোট ৬৬.৬৭ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা, যা গত বছরের তুলনায় ১২.৪ শতাংশ বেশি।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন