নভেম্বর ৪: চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে, বিশেষ প্রকল্পের মাধ্যমে, দরিদ্র অঞ্চলের সাড়ে ২৪ লাখ নিম্ন আয়ের মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০.২ শতাংশ বেশি। আজ (সোমবার) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এ তথ্য জানায়।
কমিশনের একজন কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে নিম্ন আয়ের অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগ ও তাদের আয় বাড়ানোকে এ ধরনের প্রকল্পের অগ্রাধিকার-কাজ হিসেবে বিবেচনা করা হবে। আর এর উদ্দেশ্য হবে, প্রকল্পের কার্যকারিতা আরও বাড়ানো। (ওয়াং হাইমানা/আলিম/ছাই)