চীনে সামুদ্রিক ও ব্যবসায়িক আইনের সংশোধিত খসড়া যাচাই
2024-11-04 17:56:43


নভেম্বর ৪: আজ (সোমবার), ‘গণপ্রজাতন্ত্রী চীনের সামুদ্রিক ও ব্যবসায়িক আইন (সংশোধিত খসড়া)’, ১৪তম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ১২তম সম্মেলনে যাচাই করা হয়।

খসড়া প্রস্তাবে যথাযথভাবে সামুদ্রিক ও ব্যবসায়িক কাজে সংশ্লিষ্টদের অধিকার ও দায়িত্ব সমন্বয় করে, সামুদ্রিক পর্যটকদের স্বার্থ রক্ষার ক্ষেত্র সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

খসড়া প্রস্তাবের ১৬টি অধ্যায় ও ৩১১টি ধারা রয়েছে। সংশোধিত খসড়া প্রস্তাবে, দেশীয় ও আন্তর্জাতিক সামুদ্রিক কার্গো পরিবহন সম্পর্কিত আইনগুলোর একীকরণ, শিপিংয়ের ডিজিটাল বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক গ্যারান্টি সরবরাহ, সমুদ্রে পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যবস্থার উন্নতি, এবং বিদেশী-সম্পর্কিত আইনের সংশ্লিষ্ট বিধিমালা উন্নয়নের কথা বলা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)