নভেম্বর ৪: চীনের শেনচৌ-১৮ মিশনের তিন নভোচারী আজ (সোমবার) রাজধানী বেইজিংয়ে ফিরে আসেন। তাদের অভ্যর্থনা জানাতে, মহাকাশ স্টেশন অ্যাপ্লিকেশন ও উন্নয়ন পর্যায় ফ্লাইট দায়িত্ব সদর দফতরের কর্মকর্তারা, বিমানবন্দরে উপস্থিত থাকেন। চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল কার্যালয় এ তথ্য জানায়।
কার্যালয় জানায়, তিন নভোচারী বেইজিং পৌঁছানোর পর বিচ্ছিন্নতা ও পুনরুদ্ধারের সময়কালে প্রবেশ করেছেন। তাঁদেরকে ব্যাপক চিকিত্সাসংশ্লিষ্ট পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, পৃথিবীর পরিবেশের সাথে পুনরায় খাপ খাইয়ে নেওয়ার সময় দেওয়া হবে।
উল্লেখ্য, এই তিন নভোচারী চীনের মহাকাশকেন্দ্রে প্রায় ৬ মাস অবস্থানশেষে পৃথিবীতে ফিরে আসেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)