নভেম্বর ৪: অষ্টম বৃহত্তর মেকং উপ-অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা শীর্ষসম্মেলন আগামী ৬ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চীনের ইউননান প্রদেশের খুনমিংয়ে আয়োজিত হবে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এতে সভাপতিত্ব করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, চীন এবারের সম্মেলনে বিভিন্ন পক্ষের সাথে উন্মুক্তকরণ, উদ্ভাবন, সংহতি, ও সহযোগিতার বিষয় নিয়ে সার্বিকভাবে মতবিনিময় করবে। আর এর লক্ষ্য হবে, আঞ্চলিক আন্তঃসংযোগ, অর্থ-বাণিজ্য, কৃষি ও দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে সহযোগিতায় সাফল্য অর্জন করা।
মুখপাত্র আরও জানান, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামের নেতৃবৃন্দ এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান সম্মেলনে অংশগ্রহণ করবেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)