আবুধাবিতে চীন-ইউএই কূটনৈতিক সম্পর্কের ৪০তম বার্ষিকীর অনুষ্ঠান
2024-11-03 18:02:47

নভেম্বর ৩: চীন-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে, গত পয়লা নভেম্বর আবুধাবিতে শুরু হয়, তিন দিনব্যাপী ‘ভবিষ্যতের সেতু নির্মাণ’ শীর্ষক এক অনুষ্ঠান। অনুষ্ঠানে দু’দেশের বিগত ৪০ বছরের বন্ধুত্বপূর্ণ যোগাযোগের ইতিহাস ও বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতায় অর্জিত সাফল্য তুলে ধরা হয়।  

ইউএই-তে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং ইমিং, ইউএই-র সংস্কৃতি প্রধান শেখ সালেম আল কাসিমি, ইউএই-র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ, আধুধাবি পর্যটন ও সংস্কৃতি কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আল মুবারকসহ দু’দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনের শাওলিন কুং ফু ও ইউএই-র আল-আয়ালা নাচ পরিবেশন করা হয় এবং অতিথিদের ডাম্পলিং ও খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়।

এটি ছিল চীন-সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান সিরিজের মধ্যে একটি। অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টভবনের ন্যাশনাল প্রজেক্ট অফিস আয়োজন করে। সংযুক্ত আরব আমিরাত চীন সাংস্কৃতিক কেন্দ্র এবং সংযুক্ত আরব আমিরাতে চীনা দূতাবাস আয়োজনে সহায়তা করে। (অনুপমা/আলিম/ছাই)