নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: মিশন হারমনি-২০২৪ এর অংশ হিসেবে উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘পিস আর্ক’। চীনের চিকিৎসকদের সেবা নিতে বেশি ভিড় করছে দেশটির শিশু ,নারী ও বৃদ্ধরা।
দেশটির রাজধানী নোয়াকচোটের একটি মেডিক্যাল সেন্টারে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং পরিপাকতন্ত্রের রোগ বিষয়ে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন চীনা চিকিৎসকরা।
১৯৬৫ সালে চীন ও মৌরিতানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই চীনা হাসপাতাল জাহাজের প্রথম সফর ।
এই সফরকালে পিস আর্ক প্রধান প্ল্যাটফর্ম ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় হাসপাতাল ও মৌরিরিতানিয়ার সামরিক স্থাপনায় চিকিৎসা সেবা দেবে। এ ছাড়া জাহাজের সদস্যরা স্থানীয় স্কুলগুলোতে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমও পরিচালনা করবেন।
চলতি বছরের জুন মাসে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের একটি সামরিক বন্দর থেকে মিশন হারমনি-২০২৪ এর জন্য যাত্রা শুরু হয়।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি