নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: বিদেশে পণ্য পাঠাতে এখন আরও বেশি প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করছে চীন। আপগ্রেড করা হয়েছে সরবরাহ ব্যবস্থাপনাও। যার সুফল পেতে শুরু করেছে দেশটির ই-কমার্স খাত। সম্প্রতি এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্ডার দেওয়ার পর চীন থেকে এখন ছোট আকারের প্যাকেজ দেশের বাইরে ক্রেতার হাতে পৌঁছাতে কয়েক দিন লাগছে।
মূলত, বড় পরিমাণ অর্ডারের ব্যবস্থাপনা ও একইসঙ্গে একটি শিপমেন্টে একাধিক অর্ডার প্রক্রিয়াকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের অগ্রগতিতেই এমনটা হয়েছে বলে জানান তারা।
হাংচৌতে এ ধরনের একটি প্রতিষ্ঠানের কর্মী সুয়ে ওয়েইওয়েই জানান, এখন পাঁচটি ভিন্ন ভিন্ন অনলাইন দোকানের পাঁচটি প্যাকেজ একই ক্রেতার কাছে একসঙ্গে পাঠানো সম্ভব হচ্ছে। একে তারা বলছে স্মার্ট অর্ডার কনসোলিডেশন টেকনোলজি। এতে ডেলিভারির সময় ও খরচ দুটোই কমেছে।
তিনি আরও জানান, প্রতিটি প্যাকেজের তথ্য ডিজিটালি প্রক্রিয়াকরণ হওয়ার ফলে আগে যেখানে ৩০-৫০ দিন লাগতো, সেখানে এখন লাগছে ১০ থেকে ২০ দিন। একটি ওয়্যারহাউস থেকেই প্রতিদিন অন্তত ২০০টি দেশে পৌঁছে যাচ্ছে পারসেল।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি