পেশাদারদের বিনিময়ে ২২তম আন্তর্জাতিক সম্মেলন শুরু শাংহাইতে
2024-11-03 17:56:45

 

নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: পেশাদারদের নিয়ে শাংহাইতে আন্তর্জাতিক বিনিময়ের ২২তম সম্মেলন সিআইইপি শুরু হয়েছে শনিবার। পেশাদারদের প্রতিভা বিনিময়ে চীনের বৃহত্তম বার্ষিক সমাবেশগুলোর মধ্যে এটি অন্যতম।

 

দুই দিনের এ আয়োজনে রয়েছে ৩২টি কনফারেন্স ভেন্যু। ইভেন্ট থাকছে ৪৮টি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের এক হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চীনা স্টেট কাউন্সিলর শেন ইছিন। শাংহাইতে প্রতিভা ও কর্মসংস্থান পরিষেবা চালুর কাজ পরিদর্শন করেন তিনি।

 

শেন বলেন, বিদেশি প্রতিভা সমর্থন, গ্যারান্টি প্রদান, আন্তর্জাতিক প্রতিভা বিনিময় জোরদার করা, জয়-জয় সহযোগিতা প্রতিষ্ঠা এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের প্রচারের জন্য প্রতিভা এবং বুদ্ধিবৃত্তিক সহায়তা দেওয়া প্রয়োজন।

 

২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদারদের সম্মেলনটির এ পর্যন্ত ২২টি সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি