নভেম্বর ৩: দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান, আজ (রোববার) যৌথভাবে, একটি সামরিক বিমান-মহড়ায় অংশগ্রহণ করে। মার্কিন বাহিনীর বি-১বি কৌশলগত বোমারু বিমান এতে অংশগ্রহণ করে। দক্ষিণ কোরিয়ার জেনারেল স্টাফ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত তথ্যানুসারে, কোরিয়ান, মার্কিনি ও জাপানি ফাইটার জেটের প্রহরায়, একাধিক বি-১বি কৌশলগত বোমারু বিমান মহড়ায় অংশগ্রহণ করে এবং কাল্পনিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো মার্কিন কৌশলগত বোমারু বিমান কোরীয় উপদ্বীপের আকাশে উড়লো। আর, এ মহড়াটি ছিল চলতি বছর দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের দ্বিতীয় যৌথ সামরিক বিমান মহড়া।
দক্ষিণ কোরিয়ার জেনারেল স্টাফ সদর দপ্তর আরও জানায়, এবারের মহড়া ৩১ অক্টোবর উত্তর কোরিয়ার একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রতিক্রিয়া হিসাবে আয়োজিত হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)