নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক : ইতালির সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং ডিসিপ্লিন পরিদর্শন কমিটির সেক্রেটারি লি সি। শনিবার রোমে ইতালির সিনেটের সভাপতি ইগনাজিও লা রুসা এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।
চীন ও ইতালির কৌশলগত অংশীদারিত্বের ২০তম বার্ষিকী চলছে। এ উপলক্ষে দেশটির সিনেটের আমন্ত্রণে ইতালি সফরে গেছেন লি সি।
বৈঠকে চীন ও ইতালির মধ্যে স্থায়ী সম্পর্কের ওপর জোর দিয়ে লি সি বলেন, চীন ও ইউরোপের মধ্যে বহুপাক্ষিকতা রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের অভিন্ন স্বার্থ রয়েছে। তাই প্রাসঙ্গিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়গুলো আলোচনা ও ভারসাম্যপূর্ণ নীতির ভিত্তিতে সমাধানের পক্ষে চীন।
এবারের বৈঠকে পরিবেশবান্ধব জ্বালানি ও ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদারে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া