মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত বি-৫২ বোমারু বিমান পাঠালো যে কারণে
2024-11-03 18:08:31

নভেম্বর ৩: স্থানীয় সময় গত শুক্রবার, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, মধ্যপ্রাচ্যে আরও সামরিক বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করে। ঘোষণায় মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মীদের বা স্বার্থের ওপর আক্রমণ না-করতে ইরান ও ইরানসমর্থিত গ্রুপগুলোকে সতর্ক করে দেওয়া হয়। এর পরপরই, ইউএস সেন্ট্রাল কমান্ড গতকাল (শনিবার) ঘোষণা করে যে, যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত বি-৫২ কৌশলগত বোমারু বিমান মধ্যপ্রাচ্যে এসেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুনে যুক্তরাষ্ট্র যেন নতুন করে ইন্ধন যোগালো।

বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী শক্তিগুলোর ওপর সামরিক চাপ প্রয়োগের মার্কিন কৌশল ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। অধিকন্তু, মধ্যপ্রাচ্যে সংঘাত ও দ্বন্দ্ব মোকাবিলায়  যুক্তরাষ্ট্রের সামরিক চাপ প্রয়োগ শুধুমাত্র সংঘাতকে তীব্রতর করবে এবং আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির জন্য তা সহায়ক নয়। যুক্তরাষ্ট্র প্রায়ই দ্বৈতনীতি অবলম্বন করে ইসরাইয়েলের পক্ষে অনেক পক্ষপাতমূলক পদক্ষেপ নেয়, যা শুধুমাত্র আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। এটা বলা যেতে পারে যে,  মধ্যপ্রাচ্যে বর্তমান মার্কিন সামরিক উপস্থিতি এতদঞ্চলের অস্থিতিশীলতার বাড়াবে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

(ওয়াং হাইমান/আলিম/ছাই)