চীন থেকে আফগানিস্তানে সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু
2024-11-03 17:41:40

 

নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক : চীন ও আফগানিস্তানের মাঝে সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। চীনের চিয়াংসু প্রদেশের নানথং বন্দর থেকে আফগানিস্তানের বালখ প্রদেশের হাইরতন বন্দরে সরাসরি চলাচল করছে এসব ট্রেন।

 

বৃহস্পতিবার ৫৫টি বগিতে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, পোশাকসহ নানা পণ্য নিয়ে নানথং থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ট্রেন। কাজাকস্তান ও উজবেকিস্তান হয়ে আফগানিস্তানে পৌঁছাতে ট্রেনটির প্রায় ২০ দিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি ইউ শাওইয়াং বলেন, চীন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুবৎসল এবং আফগানিস্তান পুনর্গঠনে পাশে থাকতে চায়। এই ট্রেন চলাচল পুনরায় চালুর মধ্য দিয়ে সেই বার্তাই দেওয়া হচ্ছে।

 

চীনে আফগানিস্তানের রাষ্ট্রদূত বিলাল করিমি বলেন, তিনি আশা করছেন আফগানিস্তানের সঙ্গে বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে এই উদ্যোগ কাজে দেবে। বর্তমান আফগান সরকারও নিজেদের পুনর্গঠনে চীনকে পাশে চায়।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- চায়না ডেইলি