নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক : স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে। আর এ ঘটনায় নিহতের প্রতি সমবেদনা জানিয়ে স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপকে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শনিবার এ বার্তা পাঠান তিনি।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে।
এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিজিটিএন