চীন-আরব আমিরাত সম্পর্কের চার দশক আবুধাবিতে উদযাপন
2024-11-03 17:54:15

 

নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর উপলক্ষে আবুধাবিতে একটি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের আবহে সাজানো হয়েছে এ কার্নিভাল।

 

‘বিল্ডিং ব্রিজেস ফর দ্য ফিউচার: ইউএই-চীন’ শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানটি ‘অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিফলন’ থিমের অধীনে শুক্রবার থেকে চালু হয়েছে।

 

ইভেন্টের দর্শকরা চীনা ও আমিরাতি সংস্কৃতির একটি প্রাণবন্ত সংমিশ্রণ উপভোগ করছেন। এতে আছে ইন্টারেক্টিভ ওয়ার্কশপ, যাতে দুই দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে রয়েছে প্রাণবন্ত উপস্থাপনা। আবুধাবির কর্নিশে কারিগরদের স্টলগুলো চীনা ও আমিরাতি শিল্পীদের হস্তশিল্পের সামগ্রীও প্রদর্শন করছে।

 

ক্যালিগ্রাফি, ফ্যান পেইন্টিং এবং ঝুড়ি বুননের মতো হাতের কাজে নানা পণ্য আছে প্রদর্শনীতে। অংশগ্রহণকারীরা দুই দেশের শিল্পকলার আবহে নিজেদের নিমজ্জিত করার সুযোগ পেয়েছেন এখানে এসে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি