নভেম্বর ৩: যুক্তরাষ্ট্র অতিরিক্ত বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। মার্কিন সরকারের সংশ্লিষ্ট বিভাগ গতকাল (শনিবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেন, ইরানের হুমকি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক শক্তি আরও বাড়াবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছে। অবশ্য, ইউএসএস আব্রাহাম লিংকন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রত্যাহার করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে তিনি জানান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)